×

জাতীয়

বাজেটে অর্থনৈতিক বৈষম্য হ্রাসের উদ্যোগ নেই: গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২১, ০৫:৪৪ পিএম

বাজেটে অর্থনৈতিক বৈষম্য হ্রাসের উদ্যোগ নেই: গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট

বাজেটের আকার বাড়লেও শ্রমিকদের জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। ছবি: ভোরের কাগজ

২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দরিদ্র ও শ্রমজীবী মানুষের চলমান করোনকালীন সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট। আজ শুক্রবার (৪ জুন) প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

শ্রমিক ফ্রন্টের নেতারা বলেছেন, দেশে দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা ‘বৃদ্ধি পাওয়া’ ও ‘মারাত্মক অর্থনৈতিক বৈষম্য’-এর মতো সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন ফ্রন্টের নেতারা। দেশের পোশাকসহ সকল শ্রমিকদের জন্য রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের শ্রম অধিকারের মারাত্মক সংকোচন, প্রাতিষ্ঠানিক শ্রমিকের পরিমাণ বৃদ্ধি পাওয়া, মারাত্মক অর্থনৈতিক বৈষম্য, দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মত সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ উত্থাপিত বাজেটে প্রতিফলিত হয়নি। বাজেটের আকার বাড়লেও শ্রমিকদের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ, অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা কিংবা স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করার জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App