×

জাতীয়

উপনির্বাচন: প্রথমদিনে নৌকার মনোনয়ন ফরম তুললেন ২০ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২১, ০৮:১৪ পিএম

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (৪ জুন) থেকে ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে হবে। প্রথম দিনে নৌকার মনোনয়ন ফরম তুলেছেন ২০ জন।

শুক্রবার  প্রথম দিনে ঢাকা-১৪ আসনে ফরম তুলেছেন ৬ জন মনোনয়প্রত্যাশী। সিলেট-৩ আসনে ফরম তুলেছেন ৭ জন মনোনয়প্রত্যাশী এবং কুমিল্লা-৫ আসনে ফরম তুলেছেন ৭ জন মনোনয়প্রত্যাশী।

ঢাকা-১৪ আসনে মনোনয়ন তুলেছেন- শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ কর্মী আরিফ হোসেন, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনাম।

সিলেট-৩ আসনে মনোনয়ন তুলেছেন- আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি এনাম উল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সদস্য শামীম ইকবাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এম সাদরুল আহমেদ খান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা চৌধুরী।

কুমিল্লা-৫ আসনে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এস এম জাহাঙ্গীর আলম, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হেলেনা জাহাঙ্গীর, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মোমিন ফেরদৌস, সদ্যপ্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, সোহরাব খান চৌধুরী, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু ছালেক (সেলিম রেজা সৌরভ) মনোনয়ন তুলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App