তুমি ‘হ্যালো’ বলতেই
লাইন কেটে দেই।
সুরুৎ করে সে শীতল স্বর গলে গলে নামতে থাকে শিরদাঁড়া বেয়ে…
তোমার নীরবতার পৃষ্ঠা উল্টাই ত্রস্ত হাতে, বিপরীত দিকে, যদি উষ্ণ কোনো কথোপকথনের উত্তাপ পাই।
এ কি! হৃদয় জুয়ে সাদা পাতার ধু ধু মরুভূমি। আর কোথাও নেই তুমি। ভালোবাসাও কি বর্ণান্ধ?
হায়! কবে হয়েছি এতটা শূন্য?
কসম! টের পাইনি একদিনও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।