অপেক্ষা

আগের সংবাদ

অপক্ব সমীকরণ

পরের সংবাদ

এমনই হোক

প্রকাশিত: জুন ৪, ২০২১ , ৩:৪১ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২১ , ৩:৪১ অপরাহ্ণ

মন খারাপের একেকটা দিন-
একটু না হয় এমনই হোক।
খুব ঝড়েতে সামলে যেমন শান্ত থাকে প্রকৃতিটা
আজ নাহলে এমনই হোক।

ঘড়ির কাঁটা ঘুরতে থাকুক,
বিকেল গড়িয়ে সন্ধেই হোক।
তারার সাথে ঘর বাঁধা ওই তারাগুলোও কথা বলুক।
মেঘগুলো আজ চাঁদ ঢেকে দিক।

তারপরেতে ঢালাও করে জ্যোৎস্না নামুক।
পাতায় পাতায় শন্ শন্ শন্ আওয়াজ উঠুক।
মন খারাপের একেকটা দিন-
একটু না হয় এমনই হোক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়