গড়িয়াহাটা অথবা বিহীন, অকল্প আকাশ

আগের সংবাদ

এমনই হোক

পরের সংবাদ

অপেক্ষা

প্রকাশিত: জুন ৪, ২০২১ , ৩:৪০ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২১ , ৩:৪০ অপরাহ্ণ

যতটা ভালোবাসার কথা বলেছিলে, ততটাই নদীপথ রচনা করেছিলাম তোমার জন্য। নৌকোর চিলেকোঠা ঘর এখনো ডাকে আমাকে। তোমার ভালোবাসার পথ ধরে এগিয়ে চলেছিল নদীতীর। নদীর পাশেই ছিল একটা পাহাড়। সেখানে মরিচ গন্ধ রোদজুড়ে। পিতল রঙের আকাশ নেমে আসত পাহাড়ের কোলে। বৃষ্টি গন্ধ ভেজা ‘নৌকো শয্যা’য় লেপটে আছে নারীর মাছরাঙা শরীর। তোমার আদিম গন্ধ নদীপথজুড়ে। হাজার বছর ধরে আঁকা প্রেম কথা মুগ্ধতায় জ্বলছে নিভছে জোনাকির মতো। একদিন নদী পাহাড়ের মাঝে এক কুয়াশা ঘেরা গুহার ভেতরে ঢুকে পড়ল ভালোবাসা। হাঁ করে গিলতে আসা এক পরিত্যক্ত ছায়াপথে দাঁড়িয়ে থাকা আমি সাজানো বাগানে এক স্থাপত্য যেন। যতদূর চোখ যায় ধু ধু প্রান্তর, বিকেল নিভলেই গোধূলির এক্কাদোক্কা। রাত নামলেই অন্ধকারের বেসামাল ইঙ্গিত। অন্ধকার নিভে গেলেও ভালোবাসা আজও জ্বলছে প্রতীক্ষার আগুনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়