এমনই হোক

আগের সংবাদ

সংক্রমণের ৮০ শতাংশই ভারতে পাওয়া ধরন, বলছে আইইডিসিআর

পরের সংবাদ

অপক্ব সমীকরণ

প্রকাশিত: জুন ৪, ২০২১ , ৩:৪৩ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২১ , ৩:৪৩ অপরাহ্ণ

একটা আধপাকা পেয়ারা এবং কাকের ভেসে যাওয়ার দৃশ্য
ফ্রেমবন্দি হওয়া অবাঞ্ছনীয় বলেই
বসন্ত মনে রাখে না শিমুলও পুড়ে অপক্ব বিছানায়

তাপের মাত্রা যাই হোক অনুভূতি যে তারতম্যহীন কেনই বা মানবে জোছনার ভাঁজ
ছেয়ে যাবে তবু ছুঁয়ে দেবে না ভেবেই যে বিকেল ঘুমিয়ে
তার করতলে কি বৃষ্টি ঘামে

ঘুলিয়ে যাওয়া সমুদ্রে বেওয়ারিশ রঙধনু দেখে ভেবে নেওয়া
যেতেই পারে
সবুজ গালিচা উর্বর হয়েছিল কাকতালীয় বর্ষায়

বর্ণচোর চিত্রকল্প সীমাবদ্ধ সমীকরণে
একটা আদর এঁকেছিল
নিঃশব্দ বৈদ্যুতিক স্কেচে
প্রস্ফুটিত অপরাজিতা তাই আজ স্বর্ণের কারিগর

নিটোল সিঁড়ির বেখেয়ালে যে ঘুঙুর চাকনাচুর
রোদ্দুরের নাভিমূলে তার ফাগুন জ্বলে
ফায়ার সার্ভিসের অজান্তেই

বর্ষার জ্বর মাপার মিটার নাই বলেই
বারোমাস বেঘোরে কদম আধখাওয়া পেয়ারার
ক্ষতে হয় জুয়াড়ি বন্ধক রেখে কুয়াশা

ঋতুবতী মাঠে তবুও উচ্ছ্বসিত সারস
দেউলিয়া অশ্রুবিন্দু অনুকূল প্রতিকূলে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়