×

জাতীয়

গত বছর ইউরোপে প্রবেশ করেছে ৪,৫১০ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৩:৪৭ পিএম

গত বছর ইউরোপে প্রবেশ করেছে ৪,৫১০ বাংলাদেশি

অভিবাসন প্রত্যাশীরা। ফাইল ছবি

অন্তত চার হাজার ৫১০ দশ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি ২০২০ সালে স্থল ও সমুদ্রপথে ইতালি, মাল্টা, স্পেন বা গ্রিসের প্রবেশের মাধ্যমে ইউরোপে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স (ডিটিএম) ইউরোপের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ইতালিতে নিবন্ধিত হয়েছেন (যা স্থল ও সমুদ্রপথে আগতদের ৯২ শতাংশ)। এছাড়াও, একই বছরে পশ্চিম বলকান (ডব্লিউবি) দেশগুলোর মধ্য দিয়ে প্রবেশের সময় আট হাজার ৮৪৪ জন বাংলাদেশিকে ট্র্যাক করা হয়েছিল।

এদিকে, ২০২০ সালে মাত্র ২১ জন নিবন্ধিত অভিবাসী যুক্তরাজ্যে যান বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

মোট চার লাখ ৫৬ হাজার ৫১৬ বাংলাদেশি ২০২০ সালে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেছেন, তাদের ৬০ শতাংশই পুরুষ বলে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) প্রকাশিত ইন্টারন্যাশনাল মাইগ্র্যান্টস স্টক-২০২০ এর তথ্যে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App