×

পুরনো খবর

রাবিতে স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৯:৪৮ পিএম

করোনার কারনে ২০১৯ ও ২০২০ সালে স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্বশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে অনলাইনে কর্তৃপক্ষের জরুরী সভার পর এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়। ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ জুনের পর থেকে এবং ২০২০ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ৪ জুলাই থেকে শুরু করতে পারবে বিভাগগুলো।

সভায় বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহাসহ যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, সকল অনুষদের ডীন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ। তবে এ সভা থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি ক্লাস শুরুর বিষয়েও। পরীক্ষা দেবেন এমন শিক্ষার্থীদের নিজ খরচে থাকার বন্দোবস্ত করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App