×

অর্থনীতি

প্রাথমিকে উপবৃত্তি ১০০ এর পরিবর্তে ১৫০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৭:২২ পিএম

প্রাথমিকে উপবৃত্তি ১০০ এর পরিবর্তে ১৫০ টাকা

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থ বছরের বাজেট বক্তৃতায় শিক্ষাখাত নিয়ে অনলাইন শিক্ষার কথাই বেশি বলেছেন। কোভিড-১৯ কালে কিভাবে শিক্ষাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে তাও উল্লেখ করেছেন। শিক্ষায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি। কিন্তু বাজেট বক্তৃতায় তিনি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে কিছু বলেননি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং অবকোঠামো নির্মাণ উন্নয়নে নজর থাকবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কথা না বলা হলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিক সুবিধা দেওয়া হবে বলে বাজেট বক্তৃতায় বলেছেন। এছাড়া প্রাথমিকে শিক্ষার্থীদের পোশাক, জুতা ও ব্যাগ বাবদ প্রাথমিকভাবে ১,০০০ টাকা এবং উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করে দেওয়ার কথা বলেছেন। এজন্য বর্তমান অর্থবছরে ৩,৭১২ কোটি টাকা বরাদ্দ রেখেছি আমরা, যার মধ্যে ১,২০০ কোটি টাকা কিট অ্যালাউন্স বাবদ এবং অবশিষ্ট টাকা উপবৃত্তি বাবদ ব্যয় হচ্ছে। উপবৃত্তি কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রাখার লক্ষ্যে ৩০ জুন সমাপ্য এ কার্যক্রম আগামী অর্থবছর হতে রাজস্ব বাজেটে পরিচালনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App