×

মুক্তচিন্তা

অনলাইন ক্লাসের ভিতর বাহির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:৩২ এএম

অনলাইন ক্লাসের ভিতর বাহির

করোনায় শিক্ষাব্যবস্থার পিছিয়ে পড়া ঠেকাতে সরকারিভাবে এবং বেসরকারিভাবে অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছিল। ফল হিসেবে ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করেছে লাখো নতুন গ্রাহক। প্রতিনিয়ত ইন্টারনেট ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ‘বিটিআরসি’র মতে, করোনাকালীন শুধু মাসিক যেহারে ইন্টারনেট ইউজার বৃদ্ধি পেয়েছে তা আশ্চর্যজনক। অলস সময় কাটাতে ইন্টারনেট ব্যবহারের অনুমতি পেয়েছিল অনলাইন ক্লাস উপলক্ষে। বিভিন্ন সময়ে সচেতন মহলকে দেখা গেছে অনলাইন ক্লাসের সমস্যা, অসুবিধা নিয়ে কথা বলতে। শিক্ষকদের জন্য ক্লাস রেকর্ড করে আপলোড করার আদেশ ছিল। প্রথমদিকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা যে হারে ক্লাস রেকর্ড করেছিল বর্তমানে আবার তা দেখা যাচ্ছে না। জোরেশোরে চালু হওয়া অনলাইন ক্লাসের বর্ণিতমান অবস্থা নিভু নিভু। সাম্প্রতিক সরকারের মন্ত্রণালয় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমস নিষিদ্ধ করার যে নীতি গ্রহণ করেছে তা গেমসে আসক্তদের ফেরাতে পারবে না। কারণ গেমিং দুনিয়ায় একটা অস্ত্র হারালে অন্য আরেকটা সে জায়গা দখল করে নিবে। ফ্রি ফায়ার, পাবজির জায়গায় অন্য আরেকটা গেমস চালু হয়ে যাবে। নতুন গেমসে আবার আসক্ত হয়ে যাবে অনেকে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের তাদের উপযুক্ত পরিবেশ না দেয়া হয়। অনলাইন অনিয়ন্ত্রিত মানেই বড় রকমের জাতীয় দুর্ঘটনার আশঙ্কা। এমতাবস্থায় অনলাইনমুখী হয়ে কোনোমতেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঝুঁকি নেয়া উচিত নয়। ৫ শতাংশ নীতির ব্যাপারে কর্তৃপক্ষের পুনর্বিবেচনা করা প্রয়োজন। প্রায় ১৫ মাস সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। অনলাইন ক্লাসে জাতির ভবিষ্যৎ পচতে না দিয়ে সুচিন্তিত প্রধক্ষেপ নিতে হবে সংশ্লিষ্টদের। তাই পাবজি ফ্রি ফায়ারের জায়গা এবার শ্রেণিকক্ষ দখল করুক!

মো. আরাফাত হোসেন : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App