×

জাতীয়

৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৭:১৯ পিএম

৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ছবি সংগৃহীত

৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

আগামী ৮ জুন থেকে ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১ জুন) রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছে, যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ৮ জুন থেকে কাউন্টারেও ট্রেনের টিকিট পাওয়া যাবে। একই সঙ্গে আরও কয়েক জোড়া আন্ত:নগর ট্রেন চালু করা হবে।

আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। যা গণমাধ্যমে জানান হয়। এতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। ফলে আগামী ৮ জুন থেকে কাউন্টারেও টিকিট বিক্রি হবে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার জানান, করোনাকালে সরকারি নির্দেশনা অনুসারে যাত্রীবাহী ট্রেন ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। এখন টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App