×

জাতীয়

৩৭১ ইউপি নির্বাচনের ভোট ২১ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৩:০৬ পিএম

চারটি সংসদীয় আসনের উপনির্বাচন, ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও ১১ পৌরসভার ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২ জুন) সকালে কমিশনে বৈঠকের পরে দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমাউন কবীর খোন্দকার।

ইসি সচিব জানান, লক্ষীপুর-২, ৩৭১টি ইউপি এবং ১১টি পৌরসভায় আগের প্রার্থীরাই ভোটে অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন। আর এই ভোট তফসিল অনুযায়ী আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। আর সিলেট-৩, কুমিল্লা-৫ ও ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই।

তিনি জানান, সব উপ-নির্বাচন ইভিএমে গ্রহণ করা হবে। স্বাস্থ্য বিধি মেনে প্রার্থীদের প্রচার প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হবে।

এর আগে গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও লক্ষীপুর-২ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। গত ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App