×

খেলা

ফের বার্সেলোনার সঙ্গে ঘাটছড়া বাঁধতে যাচ্ছেন মেসি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৯:৪৭ পিএম

ফের বার্সেলোনার সঙ্গে ঘাটছড়া বাঁধতে যাচ্ছেন মেসি!

লিওনেল মেসি।

ফের বার্সেলোনার সঙ্গে ঘাটছড়া বাঁধতে যাচ্ছেন মেসি!

লিওনেল মেসি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের বার্সেলোনার সঙ্গে দুই বছরের ঘাটছড়া বাঁধতে যাচ্ছেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটি তাহলে ছাড়ছেনই না আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। বার্সার সঙ্গে তার দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম। বাকি শুধু আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারটি। সেটিও কিছু সময়ের মধ্য হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তার থাকার খবর নিশ্চিত করে স্প্যানিশ দৈনিক এএস লিখেছে, মেসি দুই বছরের চুক্তি করার জন্য একেবারে শেষ প্রান্তে অপেক্ষা করছেন। যার মেয়াদ হবে ২০২৩ সাল নাগাদ। বার্সেলোনায় থাকার জন্য মেসির মঞ্চও প্রস্তুত। ম্যানচেস্টার সিটি থেকে বন্ধু সার্জিও আগুয়েরো ইতোমধ্য এসে পড়েছেন। রক্ষণভাগের দুর্বলতা কাটাতে দুজন ডিফেন্ডারও দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। সব মিলিয়ে মেসির ক্লাব ছাড়ার কোনো উপায়ই নেই।

মার্কাও প্রায় একই রিপোর্ট প্রকাশ করেছে। তারা লিখেছে, মেসির সঙ্গে সব চূড়ান্ত। শুধু স্বাক্ষরটাই বাকি। দুপক্ষের মধ্যেই আলোচনা শেষ। এর আগে গত মঙ্গলবার বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মেসির সঙ্গে আলোচনা সফলভাবে এগিয়ে চলছে। খুব দ্রুতই একটা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া যাবে।

সদ্য সমাপ্ত মৌসুম শুরুর আগেই বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ অন্ধকারে নিপতিত হয়। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্বয়ং মেসিই ক্লাব ছাড়ার অনুরোধ করেছিলেন সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউর কাছে। তবে শেষ পর্যন্ত রিলিজ ক্লজের ফাঁকফোকরের কারণে ক্লাব ছাড়া হয়নি তার।

ধারণা করা হচ্ছিল এবার ফ্রি এজেন্টে পরিণত হওয়ায় মেসি বার্সেলোনা ত্যাগ করবেনই। তবে না, দৃশ্যপট এখন ভিন্ন, মঞ্চ শুধুই লিওনেল মেসির। উল্লেখ্য, চলতি জুন মাসের ৩০ তারিখ বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর তিনি হয়ে যাবেন স্বাধীন।

মারিয়া বার্তোমেউর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। সেই বার্তোমেউ এখন আর ক্লাবে নেই। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হুয়ান লাপোর্তা। যার কারণে পরিবেশও উন্নতি হতে শুরু করে। শুধু তাই নয়, মেসির ছোটবেলার বন্ধু, জাতীয় দলের দীর্ঘ দিনের সতীর্থ সার্জিও আগুয়েরোকে বার্সায় নিয়ে আসাটাও লিওনেল মেসির সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App