×

সরকার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৮:২৪ পিএম

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে তা সত্যি কিন্তু অমানবিক। একের পর এক ইসরায়েলি আক্রমণে মা-বাবা হারা ফিলিস্তিনি শিশুদের রাহাজানি সহ্য করা যায় না।

বুধবার (২ জুন) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এর আগেও ইসরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়েছে। শিশুদের ওপর তারা আক্রমণ চালাচ্ছে, এটা সত্যি দুঃখজনক, মেনে নেওয়া যায় না। বিশ্বের যারা মানবতা নিয়ে কথা বলে, সব আন্তর্জাতিক মহল ও প্রতিষ্ঠান এখন নীরব কেন? তারা কেন এখন কথা বলছে না?

তিনি বলেন, ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে আমরা সব সময় ছিলাম, আছি। আমরা সব ধরনের সহযোগীতা করে যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App