×

বিনোদন

মানহানিসহ দুই মামলার সামনে নোবেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২১, ০২:৫৭ পিএম

মানহানিসহ দুই মামলার সামনে নোবেল

ইথুন বাবু ও নোবেল। ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় নোবেলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। একইসঙ্গে নোবেলের বিরুদ্ধে মানহানি মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন ইথুন বাবু। মঙ্গলবার (১ জুন) ইথুন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইথুন বাবু বলেন, আমি কাগজপত্র সব প্রস্তুত করেছি। দ্রুতই নোবেলের বিরুদ্ধে মামলা করবো।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে নোবেল লিখেন, ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। এ স্ট্যাটাসকে নিজের জন্য মানহানিকর মনে করছেন ইথুন বাবু।

সেজন্যই গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেছিলেন তিনি। সে ধারাবাহিকতায় এবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ইথুন বাবু বলেন, দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে আমাকে কেউ কোনোদিন চোর বলেনি। নোবেল আমাকে সেই দোষে অভিযুক্ত করেছে। এটা আমার জন্য লজ্জার ও বেদনার। আমার ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে। আমার ছেলেমেয়ে ও পরিবারের সদস্যরা বিব্রত ওই স্ট্যাটাস পড়ে। শ্রোতা ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাংক্ষী আছেন। তাদের কাছেও আমি ছোট হয়েছি। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।

দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীতাঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে অপমানজনক মন্তব্য করে চলছিলেন নোবেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App