×

রাজধানী

কর্মসংস্থানমুখী বাজেট চেয়েছে যুব ইউনিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২১, ০৯:৪২ পিএম

কর্মসংস্থানমুখী বাজেট চেয়েছে যুব ইউনিয়ন

যুব ইউনিয়নের উদ্যোগে ‘কর্মসংস্থানমুখী বাজেট চাই- শীর্ষক সেমিনার।

কর্মসংস্থানকে প্রাধান্য দিয়েই বাজেট পরিকল্পনার আহ্বাণ জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। মঙ্গলবার (১ জুন) যুব ইউনিয়নের উদ্যোগে ‘কর্মসংস্থানমুখী বাজেট চাই- শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, মানসম্পন্ন ও টেকসই কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া বেকার সমস্যার সমাধান সম্ভব না।

অনলাইনে অনুষ্ঠিত সেমিনারের আলোচকবৃন্দ একমত পোষণ করে বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে, কর্মসংস্থানকে প্রাধান্য দিয়েই বাজেট পরিকল্পনা করতে হবে। পুরানো কর্মসংস্থানকে ধরে রেখে, নতুন নতুন আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। মানসম্পন্ন ও টেকসই কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। সেই সঙ্গে এখন থেকেই বেকার ভাতা চালুর দাবি জানান।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক এম এম আকাশ, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, উন্নয়ন অন্বেষনের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহমুদ তীতুমীর, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা জলি।

যুব ইইনয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান আসাদুজ্জআমান মাসুমের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নেরসাধারণ সম্পাদক দীপক কুমার শীল, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, প্রেসিডিয়াম সদস্য সাজেদুর রহমান ঝিলাম, রিপায়ণ বড়ুয়া, এড, মাসুক মিয়া, পিনাক রঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় নেতা চেীধুরী জোসেন, সিয়াম সারোয়ার, মামুন কবীরসহ সারাদেশের জেলা নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App