×

খেলা

সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল মোহামেডান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৮:৫৮ পিএম

সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২২ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) সোমবার (৩১ মে) মোহামেডানের জার্সি গায়ে খেলতে নামেন সাকিব আল হাসান। এদিন বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। তার দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সের সুবাদে মোহামেডান ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে। বিশ্বসেরা অলরাউন্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ২২ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস। এমনকি এ জয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন সাকিব।

করোনা ভাইরাস বিপত্তি না বাঁধালে হয়তো মোহামেডানের হয়ে খেলা হতো না সাকিবের। ২০২০ সালের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০১৯-২০ মৌসুমের খেলা শুরু হলেও করোনার কারণে সেটি স্থগিত হয়ে যায়। সে সময় নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি সাকিবের। তাই এবার নাম লিখিয়েছেন সাদা-কালো শিবিরে। আজ ম্যাচের শুরুতেই টস ভাগ্য কথা বলে সাকিবের হয়ে। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন তিনি। তাই আগে ব্যাট করে শাইনপুকুর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে। তবে সহজ ১২৬ রানের লক্ষ্য টপকাতে নেমে বিপাকে পড়েছিল সাদা-কালোরা। ১ রান করে অভিষেক মিত্রা আউট হলে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শামসুর রহমান। দ্বিতীয় উইকেটে দুজনের ৫৫ রানের পার্টনারশিপের মাথায় ইমন আউট হন ৩৯ রান করে। এরপর উইকেটে আসেন সাকিব। শামসুরের সঙ্গে ২৯ ও নাদিফ চৌধুরীর সঙ্গে ২৮ রানের জুটি গড়েন তিনি। শামসুর ২৪ রান করে আউট হওয়ার পর সাকিব সাজঘরে ফেরেন ২৯ রান করে। তাকে আউট করেন তানভীর ইসলাম। সাকিবের আউটের পর বিপাকে পড়ে মোহামেডান। ১২ বলে ৪ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App