×

জাতীয়

সাংবাদিকদের বাজেট অধিবেশনে প্রবেশের জন্য করোনা টেস্ট কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৫:৩৭ পিএম

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের জন্য করোনা টেস্ট শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার ১ জুন। এ টেস্টে যেসব সাংবাদিক নেগেটিভ রিপোর্ট পাবেন তারা ৩ জুন একদিনের জন্য বাজেট অধিবেশনে প্রবেশ ও অর্থমন্ত্রীর বাজেট পেশের সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে সাংবাদিকদের গ্যালারীতে অবস্থান করে সংবাদ সংগ্রহ করতে হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানান হয়েছে। সংসদের মিডিয়া সেন্টারে এমপি ও সাংবাদিকরা করোনা টেস্ট করাতে পারবেন।

এদিকে আজ সোমবার থেকে ২ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে অংশ নেবেন এমন মন্ত্রী এমপি এবং সচিবালয়ের কর্মকর্তাদের করোনা টেস্ট শুরু হয়েছে। চিফ হুইপের তালিকা অনুযায়ী প্রতিদিন ৭০-৮০ জন সংসদ সদস্য এ অধিবেশনে অংশ নেবেন। তবে বাজেট পেশের দিনে এমপিদের সংখ্যা বাড়তে পারে বলে সচিবালয় সূত্রে জানান হয়েছে।

এদিকে করোনা মহামারির কারণে বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানতে এমপিদের নিয়ে একটি রোস্টার তৈরি করা হয়েছে। তুলনামূলক বেশী বয়সী ও রোগাক্রান্ত মন্ত্রী এমপিদের অধিবেশনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে বলে চিফ হুইপের দপ্তর সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App