×

জাতীয়

যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা টিকা আগে পাবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০২:৩৪ পিএম

যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারাই ফাইজারের টিকা পাওয়ায় অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩১ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে সরকারের। জুন, জুলাই, আগস্টে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে চীন থেকে।

উল্লেখ্য, সোমবার (৩১ মে) রাতে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে। এর আগে টিকা আসার সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিন থেকে টিকা আসতে দেরি হবে জানতে পেরে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিকেলের দিকে নিজের বক্তব্য সংশোধন করে বলেছিলেন, রবিবার (৩০ মে) রাতে নির্ধারিত সময়েই আসছে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজারের টিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App