×

সারাদেশ

মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৪:১০ পিএম

মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন ঘোষণা

মুজিবনগরের প্রধান ফটক

আন্ত:সীমান্ত যাত্রী চলাচল ও পণ্য আমদানি-রপ্তানির উদ্দেশ্যে মেহেরপুরের মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২৭ মে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে, সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মাঝপাড়ার ৩০.৩০ একর জমির উপর স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুজিবনগরকে স্থল কাস্টমন স্টেশন হিসেবে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন মেহেরপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাসহ সকল স্তরের জনগণ। সেই সঙ্গে এলাকার অর্থনৈতিক উন্নয়নের দোয়ার খুলে গেলো এমনটিই আশা করছে মেহেরপুরবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App