×

জাতীয়

বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০১:০৫ পিএম

বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত জারি থাকবে।

ইতালীয় সংবাদ মাধ্যম দ্য লেকাল জানিয়েছে, ভারতে শনাক্ত করোনার অতি সংক্রামক ধরনটির বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই তিন দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনার ভারতীয় ধরন মোকাবিলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গতকাল রোববার পর্যন্ত। এরপর এদিনই আবার এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিল ইতালি।।

রোববার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার দপ্তর থেকে এক বিবৃতিতে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়। তবে ইতালীয় নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App