×

জাতীয়

খালেদার বিদেশে চিকিৎসার বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি নজরুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৩:৫৪ পিএম

খালেদার বিদেশে চিকিৎসার বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি নজরুলের

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছবি দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রাজধানী এয়ারকেয়ার হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (৩১ মে) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। বাংলাদেশের যে কোনো মানুষের মতো এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের মতোই তাকেও চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহারেরও দাবি করেন তিনি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর এই অনুষ্ঠান হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App