×

জাতীয়

কক্সবাজারে দুই গ্রুপে সংঘর্ষ-গুলি, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ১০:২৪ পিএম

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় দুটি গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। সোমবার (৩১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রায়হান ও সাদ্দাম বাহিনীর লোকজনের মধ্যে এ গোলাগুলি হয়েছে। নিহত দুজন হলেন রায়হান বাহিনীর প্রধান মো. রায়হান (২৪) ও শহরের টেকপাড়ার বাসিন্দা শাহেদুল হক (২২)। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যায় রায়হান বাহিনীর ১৫-২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে পৌঁছালে সাদ্দাম বাহিনীর ২০-২৫ জন তাঁদের প্রতিরোধ করে এবং এলাকা ছেড়ে যেতে বলেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এ সময় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা এদিক-ওদিক পালাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, গুলিতে সাদ্দাম বাহিনীর সহযোগী শাহেদুল হক ঘটনাস্থলে নিহত হন। তিনি শহরের টেকপাড়া জামে মসজিদ সড়কের বাসিন্দা মুজিবুল হকের ছেলে। রায়হান গ্রুপের প্রধান মো. রায়হানকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রায়হান বাচামিয়ার ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে।

জেলা শহর পুলিশ ফাঁড়ি আইসি মোহাম্মদ আনোয়ার বলেন, একজনের মৃতদেহ হাসপাতালে রয়েছে। আরেক মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App