×

খেলা

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৩:১১ এএম

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

চেলসির শিরোপা জয়ের নায়ক কাই হ্যাভার্টজের উল্লাস

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি
ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় আনন্দে মাতোয়ারা চেলসির খেলোয়াড়রা

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

বল নিয়ে ছুটছেন চেলসির জয়সূচক গোলদাতা কাই হ্যাভার্টজ

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

চেলসির শিরোপা জয়ের নায়ক কাই হ্যাভার্টজের উল্লাস

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি
ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় আনন্দে মাতোয়ারা চেলসির খেলোয়াড়রা

ম্যান সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় আনন্দে মাতোয়ারা চেলসির খেলোয়াড়রা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। সিটিজেনদের হারানোর নায়ক জার্মান ফুটবলার কাই হ্যাভার্টজ। তার গোলেই পেপ গার্দিওলার শিষ্যদের পরাস্ত করেছে থমাস টুখেলের দল। চেলসর এটি দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের মুকুট। এর আগে ২০১২ সালে সর্বপ্রথম চ্যাম্পিয়ন লিগ ট্রফি জিতেছিল দলটি।

[caption id="attachment_286983" align="alignnone" width="1315"] চেলসির শিরোপা জয়ের নায়ক কাই হ্যাভার্টজের উল্লাস[/caption]

পোর্তোর এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে বেশ কয়েকটি সুযোগ নষ্ঠ করেন চেলসির জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার। ম্যানসিটির ফিল ফোডেনের শট ব্লক করে দেন অ্যান্তোনিও রুডিগারও। ম্যানসিটি খেলায় আধিপত্য বিস্তার করলেও এদিন চেলসিকে দেখা গেছে ভিন্ন রূপে। বল পেলেই আক্রমণে উঠে আসাই যেন শিখিয়ে দিয়েছিলেন কোচ থমাস টুখেল। এভাবেই লিডসূচক গোলটি পায় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। মিডফিল্ডে বল পেয়ে দ্রুত আক্রমণে উঠে আসে তারা। ম্যাসন মাউন্টের কাছ থেকে অনেকটা একা জায়গায় বল পেয়ে চোখ পলক পড়ার আগেই ডি বক্সে ঢুকে যান কাই হ্যাভার্টজ। ম্যানচেস্টার দিটি গোলরক্ষক এডারসনও সামনে এগিয়ে আসেন। তাকে কাটিয়েই বল জালে জড়ান হ্যাভার্টজ। ৪২তম মিনিটে জয়সূচক এ গোলটি করে তারা।

[caption id="attachment_286982" align="aligncenter" width="1206"] বল নিয়ে ছুটছেন চেলসির জয়সূচক গোলদাতা কাই হ্যাভার্টজ[/caption]

ম্যাচের বাকি অর্ধেও আক্রমণ চলেছে সমান সমান। কখনও চেলসি ভয় দেখিয়েছে তো কখনও ম্যানচেস্টার সিটি। মাঝে দুদল ইনজুরিতে বেশ কয়েকজন খেলোয়াড়কেও হারায়। থিয়াগো সিলভার পর ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনও চোটে পড়ে মাঠ ছাড়েন। পরিবর্তন আনতে হয় এগারোজনের জায়গায়। শেষ হাসি হেসেছে টুখেলের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App