×

জাতীয়

বাজেট অধিবেশন উপলক্ষে কাল থেকে শুরু করোনা টেস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২১, ০৫:৪০ পিএম

করোনা মহামারির মধ্যে আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ২০২১-২২ অর্থ বছরের এ অধিবেশন ঘিরে ব্যাপক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে সংসদ সচিবালয়। গত বছরের বাজেট অধিবেশনের মতই এবারের অধিবেশনে যথাসম্ভব কম সংখ্যক এমপি মন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করা হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। আর অধিবেশনে উপস্থিত থাকবেন এমন সংসদ সদস্য, তাদের পিএস, ড্রাইভার এবং সংসদ সচিবালয়ের নির্ধারিত কর্মীদের করোনা টেস্ট শুরু হচ্ছে আগামী কাল ৩০ মে থেকে। সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে মিডিয়া সেন্টারে এ টেস্ট করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনা টেস্টের মেয়াদ ৩ দিন ধার্য্য করে প্রতি তিনদিন অন্তর উপস্থিত থাকবেন এমন সদস্যদের করোনা টেস্ট করা হবে। সে ক্ষেত্রে বিরতি দিয়ে  ৮-১০ কার্য দিবস চলা বাজেট অধিবেশনে একজন সদস্যকে ২-৩ বারও টেস্ট করতে হতে পারে। সে ক্ষেত্রে প্রতিদিন মেডিকেল সেন্টার খোলা থাকবে বলে সচিবালয় সূত্রে জানান হয়েছে। একই সঙ্গে কারা কোন দিন উপস্থিত থাকবেন তা ঠিক করছেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App