চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, রিমান্ডে ৫ আসামি

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

রবিবার ও সোমবার মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশিত: মে ২৯, ২০২১ , ৮:০৫ অপরাহ্ণ আপডেট: মে ২৯, ২০২১ , ৮:০৫ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রোববার ও সোমবার এই দুইদিন তিতাসের গ্যাস সরবরাহ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে। ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে আজ শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ২ ঘণ্টা এবং সোমবার ৯ ঘণ্টা রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। পূর্ব বাইতুর আমান হাউজিং এর গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রোববার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা এবং সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে উল্লেখিত এলাকাগুলোর আশেপাশের এলাকার গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়