×

জাতীয়

রাবির সাবেক উপাচার্য সোবহানের ব্যাংক হিসাব তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ১২:৩১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও তার স্ত্রী, ছেলে মেয়েসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সম্প্রতি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংক হিসাব তলব করা অন্যদের মধ্যে আছেন- রাবির সাবেক উপাচার্য এম আব্দুস সোবহানের স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুশফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান ও জামাতা এটিএম শাহেদ পারভেজ। চিঠিতে আব্দুস সোবহানসহ তার পরিবারের পাঁচ সদস্যের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যেকোনো ধরনের সঞ্চয় থাকলে আগামী ১ জুনের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহারের অভিযোগ রয়েছে। সর্বশেষ তিনি উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ে ১৪১ জনকে একযোগে নিয়োগ দিয়ে আলোচিত হন। এ ঘটনা তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App