×

আন্তর্জাতিক

ভারতে ৪৪ দিনের মধ্যে সর্বনিম্ন করোনার সংক্রমণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ০২:৪৪ পিএম

ভারতে ৪৪ দিনের মধ্যে সর্বনিম্ন করোনার সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আক্রান্ত ১.৮৬ লক্ষ

ভারতে এর আগে গত ১৩ এপ্রিল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১.৮৫ লক্ষ। বৃহস্পতিবার (২৭ মে) গত ৪৪ দিনে দেশটিতে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আক্রান্ত ১.৮৬ লক্ষ। এর আগে গত ১৩ এপ্রিল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১.৮৫ লক্ষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩,৬৬০ জন। অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২,৫৯,৪৫৯ জন। এই মুহূর্তে দেশটিতে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২৩,৪৩,১৫২। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে একদিনে ১৩,০৪৬ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

গত ৫ দিনে দৈনিক সংক্রমণ কমেছে কয়েক হাজার। অন্যদিকে কোভিড মুক্ত হয়েছেন ১৯,১২১ জন। একদিনে পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ২৯ লক্ষেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App