×

খেলা

‘ডাবল’ কীর্তির অপেক্ষায় সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৯:১১ এএম

‘ডাবল’ কীর্তির অপেক্ষায় সাকিব

আজ শুক্রবার হোম অব ক্রিকেট মিরপুরে শ্রীলংকার বিপক্ষে মাত্র একটি উইকেট পেলে দুই রেকর্ডের মালিক হবেন সাকিব আল হাসান।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। শুক্রবার (২৮ মে ) হোম অব ক্রিকেটে লঙ্কাকে হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সিংহলিজদের এক উইকেট তুলে নিতে পারলেই দুই রেকর্ডের মালিক বনে যাবেন। এ সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব। সিরিজের দুই ম্যাচে করেছেন মাত্র ১৫ রান। বল হাতে দুই ম্যাচে তুলে নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক ও পেসার মাশরাফির সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। ওয়ানডেতে মাশরাফি ও সাকিব দুজনের সংগ্রহেই রয়েছে সমান ২৬৯টি করে উইকেট। চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বিশ্ব সেরা অলরাউন্ডারের সামনে। মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে ২১১টি ম্যাচ খেলেছেন। আর সাকিবের নামের পাশে আছে ২১৮টি ম্যাচ। অন্যদিকে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ১টি উইকেট পেলে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব। পাকিস্তানের সাবেক অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন। আর সাকিব মিরপুরে ৮৪ ম্যাচে নিয়েছেন তার সমান উইকেট। আজ এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে মাশরাফিকে টপকাতে সাকিবের প্রয়োজন ছিল ৪ উইকেটের। প্রথম ম্যাচে ১ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে সাকিব নেন ২ উইকেট। ২১১ ওয়ানডেতে সাকিবের শিকার দাঁড়িয়েছে ২৬৯ উইকেট। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ২০৭ উইকেটের মালিক জাতীয় দলের সাবেক স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। বাংলাদেশি বোলারদের মধ্যে আর কারোরই ২০০ উইকেট নেই। রুবেল হোসেন ১২৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। পাঁচ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ৬৬ ম্যাচে বাঁ-হাতি পেসারের উইকেট সংখ্যা ১২২। এক ভেন্যুতে বেশি উইকেটের তালিকায় আজ পাকিস্তানের ওয়াসিম আকরামকে দ্বিতীয় স্থানে পাঠিয়ে শীর্ষে পৌঁছে যাবেন সাকিব এ প্রত্যাশা কোটি কোটি টাইগার সমর্থকের। ৭৭ ম্যাচ থেকে ১২২ উইকেট পেয়েছেন ওয়াসিম আকরাম। ওয়াকার ইউনুস ৬১ ম্যাচ থেকে ১১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন। এই দুই পাকিস্তানি বোলার শারজাহ এ কীর্তি গড়েছিলেন। মাশরাফি মিরপুরে ৬৪ ম্যাচ থেকে ৯৪ উইকেট তুলে নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। শারজাহ ৪৫ ম্যাচ থেকে তিনি তুলে নিয়েছেন ৮২ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App