×

সারাদেশ

ঘূর্ণিঝড় যশের প্রভাবে হরিণঘাটা বনথেকে হরিণ উদ্ধার, আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ০১:২৪ পিএম

ঘূর্ণিঝড় যশের প্রভাবে হরিণঘাটা বনথেকে হরিণ উদ্ধার, আটক ২

পাথরঘাটায় উদ্ধার হওয়া হরিণ শাবক। ছবি: ভোরর কাগজ

পাথরঘাটা সংরক্ষিত বনাঞ্চল হরিণঘাটা থেকে দু'দিনের ব্যবধানে ১টি মৃত এবং ১টি জ্যন্ত হরিণসাবক উদ্ধার করেছে বনকর্মীরা। ঘটনায় জড়িত সন্দেহভাজন ২ জনকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে উদ্ধার করা হয় ১টি জ্যন্ত হরিণসাবক। এছাড়াও ২৬ মে ১টি ক্ষতবিক্ষত মৃত হরিণ উদ্ধার করে বনবিভাগের সদস্যরা। অভিযোগ রয়েছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় যশের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসা এই হরিণগুলো স্থানীয় একটি চিহ্নিত মহল পাচারের জন্য গোপনে ধরার চেষ্টা করেছিল। এমন সন্দেহভাজন দুজনকে আটকও করা হয়। তারা হল পশ্চিম বাদুরতলা গ্রামের মুজিবুল হকের ছেলে নূর ইসলাম (৫০) ও মাহমুদ মুন্সির ছেলে নজরুল ইসলাম (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হরিণঘাটাবন এলাকায় ১টি হরিণ শাবক সহ দুজনকে দেখে স্থানীয়রা বন বিভাগকে জানায়। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা হরিণসহ দুজনকে আটক করে। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় যশের প্রভাবে জোয়ারের পানিতে বনাঞ্চল থেকে ভেসে এসেছে এই মায়াবী চিত্রল হরিণেরা। হরিনঘাটা বনের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে একটি হরিণের শাবকসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বনআইনে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য সুন্দরবন থেকেও পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় দুটি জ্যান্ত হরিণ ভেসে আসছে বলে পত্রপত্রিকায় খবর প্রকাশ হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রাণীকূলে কতটা প্রভাব পড়েছে; তা ধীরে ধীরে বের হতে থাকবে বলে অভিজ্ঞজন মনে করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App