×

সারাদেশ

আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙ্গে গ্রাম, মৎস্য ঘের ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৩:৩৮ পিএম

আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙ্গে গ্রাম, মৎস্য ঘের ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

এ পর্যন্ত ৩০টি গ্রাম, ৩ হাজার হেক্টর জমির মৎস্য ঘের, ৩ শতাধিক ঘরবাড়ি ও ইটেরভাটা প্লাবিত হয়েছে। ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আশাশুনি উপজেলার বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ২০টি পয়েন্টে পাউবো’র বেড়িবাঁধ ভেঙ্গে ও ওভারফ্লো হয়ে এ পর্যন্ত ৩০টি গ্রাম, ৩ হাজার হেক্টর জমির মৎস্য ঘের, ৩ শতাধিক ঘরবাড়ি ও ইটেরভাটা প্লাবিত হয়েছে।

এখনো ১৪টি পয়েন্টে ভাঙ্গন রক্ষা করা সম্ভব না হওয়ায় নদীর পানির তোপে একের পর এক গ্রাম ও সম্পদ প্লাবিত হয়ে যাচ্ছে। গত বুধবার (২৬ মে) ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীর উত্তাল পানি, হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝড়ো হাওয়া উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়লে দুপুর ১২ টার দিকে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে দু’টি পয়েন্টে বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।

কিছুক্ষণের মধ্যেই সেখানে ৩০০ ফুটের মতো বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। এছাড়া হরিষখালী ৩টি পয়েন্টে, প্রতাপনগর সংলগ্ন বন্যতলায় ২টি পয়েণ্টে, নাংলার একটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এ সময় অসংখ্য স্থান দিয়ে নদীর পানি ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App