×

জাতীয়

সয়াবিন তেলের লিটারে এক লাফে বাড়ল ৯ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৯:৫৩ পিএম

সয়াবিন তেলের লিটারে এক লাফে বাড়ল ৯ টাকা

সয়াবিন তেল

এবার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর কথা জানিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বাড়ানো এই দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৪ টাকা ছিল। পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

ভোজ্যতেল বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানিটিকে গ্রুপের পরিচালক মো. শফিউল আথহার তাসলিম বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক রকমের বেশি। আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয় ৯ টাকা বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয়।

তিনি বলেন, বিশ্ববাজারে এক টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১ হাজার ৪৬০ ডলার ছাড়িয়েছে। সরকার দাম নির্ধারণ করেছে ১ হাজার ১০০ ডলার ধরে। নতুন দামের তেল বাজারে এলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন ভ্যাট ছাড় দিলেই কেবল দাম কমতে পারে।

এদিকে, দেশের বাজারে গত অক্টোবরেও প্রতি পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। পরে তা বাড়ছেই। ভোজ্যতেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয় কর ছাড়ের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিলে সরকার অগ্রিম মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আদায় থেকে অব্যাহতি দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App