×

আন্তর্জাতিক

ভারতে ১১ হাজার মানুষের দেহে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৫:৩৭ পিএম

ভারতে করোনার ভয়াবহতার মধ্যেই নতুন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দেশটির ১১ টি রাজ্যে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছে প্রায় চার হাজার মানুষ। দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের এক চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর বলে সম্প্রতি দেশটির এক সরকারি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ভারতের প্রত্যন্ত অঞ্চলেও। অবস্থা ভয়াবহ হাসপাতালগুলোতেও। গুজরাটে পরিস্থিতির অবনতি হওয়ায় স্কুল ও হোস্টেলগুলোকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে স্থাপন করতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে, বিশ্বের ৫৩ টি অঞ্চলে ছড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। আর এ ভ্যারিয়েন্টে ফাইজারের টিকা সর্বোচ্চ কার্যকর বলে দাবি তাদের। ফাইজার কর্তৃপক্ষ আরও জানায়, তাদের টিকা শিশুদের জন্যেও কার্যকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App