×

সারাদেশ

জাজিরায় ট্রলার ডুবি, নিহত ১ ও নিখাঁজ ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ১০:৫৫ পিএম

জাজিরায় ট্রলার ডুবি, নিহত ১ ও নিখাঁজ ৪

প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরা মাঝির ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধায় এ ঘটনা ঘটে। ট্রলার ডুবির ঘটনায় ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিখোঁজ রয়েছে ৪ যাত্রী। এ ঘটনা নিশ্চিত করছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। স্থানীয়রা জানায়, জাজিরা মাঝির ঘাট এলাকা থেকে  ১৮ থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার মাওয়ার শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর মাঝ নদীতে তীব্র ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আব্দুর রহমান আকন্দ (৭০) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিখাঁজ রয়েছে ৪ যাত্রী। নৌপুলিশ ও জাজিরা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহত আব্দুর রহমান আকনের বাড়ি জাজিরা পৌরসভার আকন কান্দি গ্রামে বলে জানা গেছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূইয়া জানায়, ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে, জাজিরা ঘাট থেকে সবধরনের নৌ-যান চলা চল বন্ধ  রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিকালে কিছু লোক জাজিরার পূর্ব নাওডোবা জিরো পয়েন্ট থেকে জেলে ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়ার চেষ্টা করে। ট্রলারটি তীর থেকে ছেড়ে পালেরচর এলাকায় মাঝ নদীতে গেলে ঢেউয়ের কবলে পরে ডুবে যায়। খবর পেয়ে জাজিরা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু। এ ঘটনায় আব্দুর রহমান আকন্দ (৭০) নামে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা আরো ৪ জন নিখোঁজ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App