×

আন্তর্জাতিক

চীনে ধুমপানে প্রতি বছর মৃত্যু হয় ১০ লাখেরও বেশি মানুষের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ১০:০৪ পিএম

চীনে ধুমপানে প্রতি বছর মৃত্যু হয় ১০ লাখেরও বেশি মানুষের
চীনে ধুমপানে প্রতি বছর মৃত্যু হয় ১০ লাখেরও বেশি মানুষের

ছবি সংগৃহীত

চীনে ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে ধুমপান থেকে সৃষ্টি হওয়া রোগের কারণে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। একই সঙ্গে এই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে, এভাবেই যদি চলতে থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটি দ্বিগুন হয়ে যাবে। খবর হিন্দুস্তান টাইমসের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের প্রশাসনের যৌথ সমীক্ষা রিপোর্টে যা উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চীনে ৩০ কোটিরও বেশি মানুষ ধুমপান করেন। যারা ধুমপান করেন, তাদের মধ্যে ২৬.‌৬ শতাংশ মানুষের বয়স ১৫ বছর বা তার থেকে বেশি। এই বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি পুরুষ সিগারেট খান। উল্লেখযোগ্য বিষয়, এবারে যে বার্ষিক রিপোর্ট পেশ হয়েছে, তাতে দেখা গেছে, স্বাস্থ্যের ক্ষেত্রে একাংশের মানুষ ই-সিগারেটে নেশায় মগ্ন। এভাবে যদি চলতে থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে এই ধুমপানকারীদের সংখ্যা দ্বিগুন হতে বেশিদিন সময় লাগবে না।

এই রিপোর্টের ওপর ভিত্তি করে চীনের প্রশাসনের তরফে একটি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই লক্ষ্যমাত্রায় ১৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ধুমপানের প্রবণতা কমানোর পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ধুমপান কমানোর পরিকল্পনা রাখা হয়েছে। আগামী ৩১ মে টোবেগো দিবস হিসাবে পালিত হয়। তার আগে ‘‌হেলদি চায়না প্রমোশন কমিটি’-এর তরফে একটি অ্যাকশান প্ল্যান প্রকাশ করা হয়।

চীনা প্রশাসনের তরফে এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে, চীনে ধুমপানের মাত্রা কমাতে হলে সরকার, সমাজ, পরিবার, সর্বোপরি প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। চলতি বছরের প্রথম দিকে চীনা পার্লামেন্টে বদ্ধ জায়গায় ধুমপান করার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব আনা হয়। যারা ধুমপান করেন না, তাদের কথা ভেবেই জাতীয় আইন আনার প্রস্তাব রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App