×

খেলা

ঘরের মাঠে সাফল্যে সবার উপরে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৪:৩৪ পিএম

ঘরের মাঠে সাফল্যে সবার উপরে বাংলাদেশ

আগামীকাল শ্রীলঙ্কাকে হারাতে পারলে ঘরের মাঠে সাফল্য দিক দিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে পারবে টাইগাররা

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টুয়েন্টিতে ম্যাচ জিততে ঘরের মাঠে প্রতিটি দল নিজেদের অনুকূলে পিচ তৈরি করে। নিজেদের ব্যাটসম্যান বোলারদের অনুকূলে পিচ তৈরি করা অন্যায় কিছু নয়। এশিয়ার দলগুলো যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় খেলতে যায় দলগুলো তখন বাউন্সি উইকেটে এশিয়ান দলগুলোকে নাজেহাল করে ছাড়ে। পক্ষান্তরে এই দলগুলো যখন এশিয়ায় আসে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ স্পিন-সহায়ক উইকেট তৈরি করে এদের কুপোকাত করে ছাড়ে। গত পাঁচ বছরে বাংলাদেশ ঘরের মাঠে ২৫টি ম্যাচ খেলেছে। এরমধ্যে জিতেছে ১৯ ম্যাচে। হেরেছে ৬ ম্যাচে। শতকরা হিসেবে এসময়ের টাইগাররা দেশের মাটিতে ৭৬ ভাগ ম্যাচ জিতেছে। অন্যদিকে ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে নিউজিল্যান্ড ঘরের মাঠে ৪০ থেকে জিতেছে ৩০ ম্যাচে। হেরেছে ১০ ম্যাচে। পরিসংখ্যান বলছে এই ৫ বছরে দেশের মাটিতে ৭৫ ভাগ জয় পেয়েছে কিউইরা। ফলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। টাইগাররা আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইটওয়াশ করতে পারলে লাল-সবুজের প্রতিনিধিদের সাফল্যের ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। সাফল্যের দিক দিয়ে এগিয়ে থাকা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের কথা আলোচনা করা হলো। এবার আমরা অন্য দেশের পরিসংখ্যান গুলোর দিকে দৃষ্টি দেব। গত পাঁচ বছরে দক্ষিণ আফ্রিকা দেশের মাটিতে ম্যাচ খেলেছে ৪২টি। জয় পেয়েছে ৩১ ম্যাচে। হেরেছে ১০ ম্যাচ। ফলাফল হয়নি এক ম্যাচে। তাদের সাফল্যের হার ৭৩.৮১। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ৫৪ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ৩৯ ম্যাচে। হেরেছে ১০ ম্যাচে। ফলাফল হয়নি ৫ ম্যাচে। ঘরের মাঠে সাফল্য তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত। বিরাট কোহলিরা গত পাঁচ বছরে ঘরের মাঠে ৩৮টি ম্যাচ খেলে জিতেছে ২৪টিতে হেরেছে ১৩টিতে। ফলাফল হয়নি এক ম্যাচে। ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়া ঘরের মাঠে গত পাঁচ বছরে ২৩ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ১৩ টি তে। হেরেছে ১০ ম্যাচে। এভাবে ঘরের মাঠের সাফল্যের দিক দিয়ে অস্ট্রেলিয়ার পরে রয়েছে স্কটল্যান্ড, আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। শ্রীলংকা গত পাঁচ বছরে ঘরের মাঠে ৩৪টি ম্যাচে অংশ নিয়ে জিতেছে মাত্র ১৩ ম্যাচে। হেরেছে ১৯ ম্যাচে। ফলাফল হয়নি দুটো ম্যাচে। ঘরের মাঠে তামিম ইকবালরা যে সত্তিকারের টাইগার তা সাফল্য থেকেই প্রমাণিত হয়। ঘরের মাঠের সাফল্যের ধারা অব্যাহত রাখতে আগামীকাল আইসিসি সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। আর যদি কোনো কারণে বাংলাদেশে এই ম্যাচে হেরে যায়। তাহলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছে যাবে প্রোটিয়ারা। সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে আগামীকাল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা ছাড়া বিকল্প কোন কিছু ভাবার অবকাশ নেই টাইগারদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App