সৌদিতে প্রবাসীদের কোয়ারেন্টিনের খরচ দেবে সরকার

আগের সংবাদ

শুক্রবার বাজেট ভাবনা জানাবে বিএনপি

পরের সংবাদ

ভিসার বিষয়ে প্রতারিত না হতে পাকিস্তান হাইকমিশনের সতর্কতা

প্রকাশিত: মে ২৭, ২০২১ , ৮:৪৩ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২১ , ৮:৪৩ অপরাহ্ণ

ভিসা পাইয়ে দিতে পাকিস্তান হাইকমিশনের কোনো এজেন্ট নেই। পাকিস্তানের ভিসা পেতে হলে দেশটির দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষেই বাংলাদেশি কোনো নাগরিক ভিসা পান। বৃহস্পতিবার (২৭ মে) ঢাকায় পাকিস্তান দূতাবাস এক বিবৃতি দিয়ে একথা জানিয়েছে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদেরকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ‘অনুমোদিত এজেন্ট’ হিসেবে দাবি করছে বলে হাইকমিশনের নজরে এসেছে এবং অনলাইন ভিসা জমা দেওয়ার উদ্দেশ্যে আবেদনকারীদেরকে তাদের সেবা দিচ্ছে। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন কখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সেকারণে ভিসা আবেদনকারিদের এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে হাইকমিশন।

পাকিস্তান সরকারের একটি অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে (www.visa.nadra.gov.pk), যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদন পত্র জমা দেয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পোর্টালটি প্রয়োজনীয় নির্দেশিকাও দেওয়া রয়েছে। ভিসা আবেদনকারীদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করাসহ এসব জাতীয় ব্যক্তি বা চক্র সম্পর্কে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের যোগাযোগ করতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়