নতুন গান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়। শিরোনাম ‘মানুষ ভাল নেই’। গানটিতে অনুপম মানুষের দুর্দশার বিভিন্ন কারণ খুঁজতে চেয়েছেন। কেন ভাল নেই মানুষ? কারণ খুঁজতে গিয়ে তিনি দায়ী করেছেন অতিমারি করোনা এবং ভারতের নির্বাচন কমিশনকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে অনুপম বলেন, ‘অতিমারি তো চলছিলই। তার মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে ৮ দফা বিধানসভা নির্বাচন এই অতিমারিকে আরো বাড়িয়ে তুলেছে। নির্বাচন কমিশনের গাফিলতিতে মানুষ ভাল নেই।’
এই কারণগুলো ছাড়াও মানুষের ভাল না থাকার আরো কিছু কারণ উল্লেখ করেছেন অনুপম রায়। যেমন, গত ১ বছর ধরে বাংলায় দাপটে রাজ্যপাট চালাচ্ছে করোনা। যার জেরে অসংখ্য মৃত্যুমিছিল। সংক্রমণ। শিক্ষাব্যবস্থা স্তব্ধ। রোগ ঠেকাতে লকডাউন। শিল্পী থেকে চাকুরিজীবী, সবার সংসার অচল। ক্রমশ ভাঙছে অর্থনৈতিক পরিকাঠামো। অনুপমের আক্ষেপ, যাও-বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল তাকে ফের লাগামছাড়া করল ২০২১-এর বিধানসভা নির্বাচন।
অনুপম জানান, গত বছরেই গানটি বানিয়েছিলেন তিনি। আগামী দিনগুলো যে আরো খারাপ হবে ভাবতে পারেননি। তাই অতিমারির দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল দেশ তখন আর দেরি করেননি। এ গানে র্যাপ গেয়েছেন রৌনক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।