×

সারাদেশ

ভোলায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ৫০ গ্রাম প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:৫৮ পিএম

ভোলায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ৫০ গ্রাম প্লাবিত

পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় যশের প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল জোয়ারের চাপে ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে ৫০টিরও বেশি গ্রাম।

পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। বুধবার সকালে বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা।অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।

এছাড়াও ভোলা জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় ৩২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে ৭৫ কিলোমিটার বাঁধ সিসি ও জিও ব্যাগে মোড়ানো থাকলেও ২৫০ কিলোমিটার মাটির বাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার চরফ্যাশন উপজেলার পাঁচটি পয়েন্ট, মনপুরা উপজেলায় তিনটি, বোরহানউদ্দিন উপজেলায় দুইটি, লালমোহন উপজেলায় দুইটি এবং তজুমদ্দিন, দৌলতখাঁন ও ভোলা সদরের ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা চলছে। অন্যদিকে, ভোলায় সৃষ্ট ঝড়ে গাছ উপড়ে পড়ে আবু তাহের নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App