×

জাতীয়

করোনার টিকা নিশ্চত করেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২১, ০১:০৭ পিএম

করোনার টিকা নিশ্চত করেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত করা হয়েছে। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় করোনার টিকা নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মে মাসে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল। খুলে দিতে হলে আবাসিক হলগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিছু চ্যালেঞ্জ ছিল। সেজন্য টিকার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারিতে ২ লাখ ৯৭ হাজার ৮৩৯ শিক্ষার্থী, ১৫ হাজার শিক্ষক এবং ৩২ হাজার কর্মচারীদের জন্য টিকা চেয়ে চিঠি পাঠিয়েছিলাম। এছাড়া আরও কিছু তালিকা পাঠিয়েছি। মাঝখানে টিকার সংকটে তা নিশ্চিত করতে পারেনি।

‘এখন যেহেতু টিকা পাওয়া গেছে সেহেতু আবাসিক হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদেরকে নতুন টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা করতে যাচ্ছি’ বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আও বলেন, শিক্ষায় যেমন ক্ষতি হয়েছে আবার প্রাপ্তিও আছে। কী পরিমাণ ক্ষতি তা জানতে নানা ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। ক্লাসরুমের শিক্ষই সব নয়। এরকম পরিস্থিতিতে কিছু ক্ষতি হতেই পারে। তা মেনে নিতে হবে এবং কীভাবে ক্ষতি পূরণ করব তা নিয়ে কাজ করছি। এনিয়ে পরিকল্পনা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App