×

জাতীয়

জাতীয় কবির সমাধীতে ফুলেল শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২১, ১২:৩৬ পিএম

জাতীয় কবির সমাধীতে ফুলেল শ্রদ্ধা

চির বিদ্রোহী কবির ১২২তম জন্মজয়ন্তীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন

করোনাভাইরাস সংক্রমণের কারণে চির বিদ্রোহী কবির ১২২তম জন্মজয়ন্তীতে গেল বছরের মতো দৃশ্যমান কোনো আয়োজন না থাকলেও ভক্ত অনুরাগীরা কবির সমাধি শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে দিয়েছে। সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন, যুগ্মসচিব অসীম কুমার দে, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম প্রমুখ। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে। ওবায়দুল কাদের বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ও তার অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক থাকবে।’ এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App