×

জাতীয়

১৫ লাখ মানুষের টিকা পেতে দেরি হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৩:৪৮ পিএম

টিকার ঘাটতি থাকায় প্রথম ডোজ নেওয়া অনেকেরই দ্বিতীয় ডোজ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এরইমধ্যে রবিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, প্রথম ডোজ নেওয়াদের মধ্যে ১৫ লাখ মানুষের টিকার দ্বিতীয় ডোজ পেতে দেরি হতে পারে।

রবিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) ও মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি বলেন, এই সপ্তাহ শেষে অক্সফোর্ড- এস্ট্রেজেনেকার টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে। এর মধ্যে নতুন করে টিকা না পেলে ১৫ লাখের কাছাকাছি মানুষের দ্বিতীয় ডোজের টিকা পেতে বিলম্ব হবে।

নাজমুল ইসলাম বলেন, সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যে বাড়তি টিকাগুলো আছে, সেগুলো থেকে আমাদের ঘাটতি টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী যে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App