×

জাতীয়

হোটেল আসনের অর্ধেক খালি রেখে চালু করতে পারবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ১২:২৯ পিএম

হোটেল ও খাবার দোকানে আসনের অর্ধেক খালি রেখে চালু করতে পারবে বলে জানা গেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে। স্বাস্থ্যবিধি মেনে এখন হোটেলে ধারণক্ষমতার অর্ধেক ক্রেতা বসে খেতে পারবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী, চলমান বিধিনিষেধ আজ রবিবার শেষ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলা গণপরিবহন চলবে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App