×

বিনোদন

সৌমিত্রের নামে অস্থায়ী হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৫:১৮ পিএম

ভারতে করোনার প্রকোপ দিন দিন বাড়ছেই। পশ্চিমবঙ্গেও করোনাভাইরাস ভয়াবহ প্রভাব ফেলছে। এমন সময় রাজ্যের শিল্পী এবং তাদের পরিবার-পরিজনদের পাশে দাঁড়াল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম। দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্সের কাছে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সে তৈরি হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। ২৫টি বেড রয়েছে সেখানে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে করোনা আক্রান্ত শিল্পী, কলাকুশলী এবং তাদের আত্মীয় পরিজনদের। আর এই বিশেষ উদ্যোগ প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েই নাম দেওয়া হয়েছে ‘সৌমিত্র’। গত ২২ মে থেকে শুরু হয়েছে এর কার্যক্রম। অস্থায়ী এই চিকিৎসা কেন্দ্র সম্পর্কে ফোরামের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App