×

খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে সংশয় নেই: জালাল ইউনুস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ১২:০৩ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে সংশয় নেই: জালাল ইউনুস

বিসিবি পরিচালক জালাল ইউনুস

বাঘ-সিংহের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ রবিবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচ। সকালে হঠাৎ সংবাদ আসে বাংলাদেশ শ্রীলংকা ম্যাচ মাঠে গড়ানোর নিয়ে সংশয় রয়েছে। লঙ্কার ৫ ক্রিকেটার করোনা পজেটিভ। এই সংবাদ মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে বিসিবি।

বাংলাদেশ ও শ্রীলংকার সকল ক্রিকেটার ও কোচিং স্টাফসহ সকলের দ্বিতীয় দফা করোনা টেস্ট করা হয়। শ্রীলংকার যে ৫ জন করোনা পজিটিভ হয়েছিলেন তাদের মধ্যে শুধু শিরান ফার্নান্ডো দ্বিতীয় পরীক্ষায় ও পজিটিভ হয়েছেন। অন্য চারজন নেগেটিভ হয়েছেন।

বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, যথাসময়ে ম্যাচ মাঠে গড়ানোর নিয়ে কোনো সংশয় নেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৫ মে এবং তৃতীয় ম্যাচ ২৮ মে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App