×

আন্তর্জাতিক

ধনে চুরির মামলা, তদন্ত শুরু করতেই ২১ বছর পার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৮:৩৭ এএম

ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার একটি সরকারি গুদাম থেকে ৪৭১ বস্তা ধনে চুরি হয়েছিল বলে অভিযোগ এসেছে। সেই ঘটনা হয়েছিল ১৯৯৯ সালে। এরপর ২০০০ সালে বীণাগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়।

তারপর চরকির মতো এই দরজা থেকে ওই দরজায় ঘুরেছেন কৃষক ভেরুলাল সাহু। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, উমা ভারতী, কমল নাথ, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ বিভিন্ন মহলে আবেদন করেছেন ওই কৃষক। কিন্তু তার দাবি বছরের পর বছর চলে গেছে। কাজের কাজ কিছু হয়নি। গুদামের ম্যানেজার বিজয় কুমার আগরওয়ালের বিরুদ্ধেই ফসল চুরির অভিযোগ উঠেছে।

তার অভিযোগ, ১৯৯৯ সালে তিনি ও তার শ্বশুর ৪৭১ বস্তা ধনে ওই গুদামে রেখেছিলেন। একজন ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ টাকা লোনও নিয়েছিলেন তিনি। আগরওয়ালই ওই ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। লোন নেওয়ার বিনিময়ে ১০০ বস্তা ফসল বন্ধক রাখেন তিনি। এদিকে পরে ফসল বিক্রি করতে গিয়ে দেখেন আগরওয়াল সই জাল করে তার সব ফসল বিক্রি করে দিয়েছে। এরপর এনিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানান তিনি।

কিন্তু এরপরই শুরু হয় হয়রানি। কৃষক বলেন, বার বার আগরওয়ালকে বলেছি টাকা ফেরত দাও। কিন্তু সে দেয়নি। এরপর ২০১৫ সালে সে বলে ২ লাখ টাকা নিয়ে কেস তুলে নাও। কিন্তু মর্যাদার লড়াইতে তখন পিছিয়ে আসতে চাননি সাহু। ইতিমধ্যেই অন্তত ১৫জন পুলিশ সুপারের সঙ্গে তিনি দেখা করেছেন। এরপর গুনার পুলিশ সুপার হয়ে আসেন রাজীব মিশ্র। বকেয়া কেসগুলি খতিয়ে দেখা শুরু করেন তিনি। এরপরই সাহুর মামলাটিতে নথিভুক্ত করে তদন্ত শুরুর নির্দেশ দেন তিনি। এর সঙ্গে কেন দুদশক লাগল মামলা রুজু করতে তারও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App