×

জাতীয়

নারায়ণগঞ্জের কাঁচপুরে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২১, ১২:৫৮ পিএম

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ মে) ভোর রাত পৌনে ৪টার দিকে কাঁচপুর নয়াবাড়ি এলাকার নিকি ডাইং নামে এ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কারখানাটির নিরাপত্তাকর্মী হ্যাবেন চাকমা (২০), নিরাপত্তাকর্মী নাজির উদ্দিন (২০), টেকনিশিয়ান আলম হোসেন (২৫), ওয়ারলিং কন্ট্রাক্টর বশির আহমেদ (৩৫) ও তার সহযোগী মেহেদী হাসান (২৫)। তাদের শরীরে ১৫ থেকে ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ নাজির উদ্দিন জানান, কারখানাটি সাময়িক বন্ধ। তবে তারা রাতে কারখানায় ছিল। রাত পৌনে চারটার দিকে তারা গ্যাস লিকেজের গন্ধ পায়। এর পরপরই সেখানে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের সবার শরীর ঝলসে যায়। পরে কারখানার অন্য স্টাফরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, হ্যাবেন চাকমার শরীরের ১৫ শতাংশ, নাজিরের ২০, আলমের ১৭ শতাংশ, বশিরের ৪৮ ও মেহেদীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App