×

আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পাইলটের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২১, ১২:৫৭ পিএম

ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পাইলটের মৃত্যু

মিগ-২১ নামক ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ে পাইলটের মৃত্যু

মিগ-২১ নামক ভারতীয় বিমান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ভারতের এই বিশেষ যুদ্ধ বিমানটি বিভিন্ন সময়ে বিপর্যয়ের মুখে পড়ে ভূপাতিত হয়েছে। নতুন করে আবার সেসব ঘটনারই পুনরাবৃত্তি হলে। এবারও ঝরল তরুণ পাইলটের প্রাণ।

পাঞ্জাবের মোগার কাছে শুক্রবার (২১ মে) ভোরে ভেঙে পড়ে মিগ-২১ বিমানটি। মারা গেছেন বিমানের পাইলট অভিনব চৌধুরী। বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ বিমানটি নিয়ম মাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App