×

সারাদেশ

ত্রাণের জন্য ৩৩৩ এ কল দিয়ে ফাঁসলেন চারতলা বাড়ির মালিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২১, ০৯:৩৪ এএম

ত্রাণের জন্য ৩৩৩ এ কল দিয়ে ফাঁসলেন চারতলা বাড়ির মালিক

৩৩৩ এ ফোন করে উল্টো ফেঁসে গেছেন চারতলা একটি ভবনের মালিক

চারতলা একটি ভবনের মালিক খাদ্য সহায়তা চেয়ে সরকারি কলসেন্টার ৩৩৩ এ ফোন করে উল্টো ফেঁসে গেছেন। খাদ্য পাওয়া তো হলোই না, এখন তাকে উল্টো জরিমানা হিসেবে ১০০ জনকে সহায়তা করতে হবে। আর এ সহায়তা প্যাকেটে থাকবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, সয়াবিন তেল, লবন ও পেয়াজ। বৃহস্পতিবার (২০ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও আরিফা জহুরা জানান, একজন ব্যক্তি ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চান। বিষয়টি জানতে পেরে সেখানে সরেজমিন হাজির হয়ে দেখা যায় তিনি নিজেই একটি চারতলা ভবনের মালিক। নিছক দুষ্টুমির ছলে ফোন আর কিছুই না! তাই বিভ্রান্ত করায় তাকে জরিমানা স্বরুপ ১০০ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App