×

সারাদেশ

শাল্লায় হামলা-ভাংচুরের ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২১, ০৫:৫৪ পিএম

শাল্লায় হামলা-ভাংচুরের ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

শাল্লার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান লিপন, আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া, মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল, দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি, একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন। এই নিয়ে এই ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৬ জনকেই আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামীকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। উল্লেখ্য, শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে হেফাজত নেতা মামনুল হককে কটাক্ষ করাকে কেন্দ্র করে গত ১৭ মার্চ হামলা ও ভাংচুর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App